ধলেশ্বরী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু (ভিডিও)

মুন্সীগঞ্জ সদর উপজেলার ধলেশ্বরী নদীর তীরবর্তী মিরকাদিম পৌরসভা ও পঞ্চসার ইউনিয়ন এবং জেলা সদরের চার কিলোমিটার এলাকা জুড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছেন বিআইডব্লিউটিএ।

ভূমি অধিগ্রহণ ক্ষতিপুরণে অবৈধ স্থাপনা তৈরির অভিযোগ ‘অসংক্রামক রোগের বিস্তার, স্বাস্থ্য ব্যবস্থাপনা চ্যালেঞ্জের মুখে’ খিলগাঁওয়ে মসজিদের জমিতে অবৈধ মার্কেট
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ্তিময়ী জামান বলেন, দুই দিনব্যাপী চার কিলোমিটার এলাকা জুড়ে অভিযান চলবে। বি আই ডব্লিউটিএর নারায়ণগঞ্জ শাখার উপ- পরিচালক শহিদুল্লাহ জানান, অভিযানের পরিধি আরো বাড়লে সময়ও আরো বৃদ্ধি পাবে।

সাত দিন আগে থেকে অবৈধ দখলদার প্রায় দেড়শ জনকে নোটিশ প্রদান করা হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ জার্নাল
ছবিঃ পরিবর্তন

Leave a Reply