মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলা পরিষদের নবনির্বাচিত স্বতন্ত্র চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগলুল হালদার ভুতু এবং দুই ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব নাহিদ খান ও অ্যাডভোকেট নাসিমা আক্তারকে গণসংবর্ধনা দেয়া হয়েছে।
শুক্রবার বিকেলে টঙ্গিবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নের স্বর্ণগ্রাম আর. এন উচ্চ বিদ্যালয় মাঠে এ গণসংবর্ধনার আয়োজন হয়।
মুজিবুর রহমান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বাক্কার মল্লিক, কাঠাদিয়া-শিমুলিয়া ইউপি চেয়ারম্যান নুর হোসেন বেপারী, হাসাইল-বানারি ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন হালদার, যশলং ইউপি চেয়ারম্যান আলমাছ চোকদার, সাবেক চেয়ারম্যান মো. আক্কাস, যশলং ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুর রব মাদবর, সমাজসেবক শেখ জামাল, কাঠাদিয়া-শিমুলিয়া ইউপি আওয়ামী লীগ সভাপতি সাহা মাদবর, সোনারং-টঙ্গিবাড়ী ইউনিয়নের সাবেক সভাপতি আহসান কবির খান, কামারখাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল শিকদার, টঙ্গিবাড়ী উপজেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান ডিউক, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাসুম মোল্লাসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান জগলুল হালদার ভুতু মাদক নির্মূল, সন্ত্রাসরোধ, এলাকার উন্নয়ন, নদী ভাঙন রোধ, খাল খনন, দখলরোধসহ টঙ্গিবাড়ী উপজেলাকে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও স্বনির্ভর উপজেলায় পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।
অবজারভার
Leave a Reply