টং‌গিবাড়ী‌তে জাটকা বি‌ক্রির দায়ে এক মাছ বি‌ক্রেতার ৭ দি‌নের কারাদন্ড

‌মোঃ ম‌নির হো‌সেন: আজ টং‌গিবাড়ী‌ বাজার থে‌কে জাটকা ই‌লিশ মাছ বি‌ক্রি করার সময় আব্দুর কা‌দের নামে এক মাছ বি‌ক্রেতা‌কে আটক করা হয়। প‌রে ভ্রামমান আদাল‌তের বিচারক ও উ‌পজেলা নিবার্হী অ‌ফিসার মোছাম্মৎ হা‌সিনা আক্তার সরকারী আ‌দেশ অমান্য ক‌রে জাটকা বি‌ক্রির দা‌য়ে আটকৃত‌কে ৭ দি‌নের কারাদন্ড প্রদান ক‌রেন। দ‌ন্ডিত ব্য‌ক্তির বাড়ী টং‌গিবাড়ী হাসাই‌লে।

Leave a Reply