পয়লা বৈশাখ উপলক্ষে দামী মুঠোফোন না পেয়ে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মায়ের সঙ্গে অভিমান করে অনিক মিয়াজী (১৫) নামের এক কিশোর আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
আজ সোমবার সকালে গজারিয়ার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, হোগলাকান্দি গ্রামের আবদুল মতিন মিয়াজীর ছেলে অনিক নিয়াজী পয়লা বৈশাখ উপলক্ষ্যে তার মায়ের কাছে দামী মুঠোফোন দাবি করে। মা সুরাইয়া বেগম সেই ফোন দিতে স্বীকার করায় আজ সকালে নিজের কক্ষে বিষ জাতীয় পদার্থ পানে আত্মহত্যা করে অনিক।
এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, অনিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
আমাদের সময়
Leave a Reply