মুন্সীগঞ্জের সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশের সভা

মুন্সীগঞ্জে সড়কের শৃঙ্খলা ফেরাতে পুলিশ জেলা গুরুত্বপূর্ণ পয়েন্ট মুক্তারপুরে সচেতনসভা করেছে। আজ মঙ্গলবার মুন্সীগঞ্জ সদরের মুক্তারপুরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) নাজমুল রায়হানের সভাপতিত্বে আরও অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খন্দকার আশফাকুজ্জামন, জেলা কমিউনিট পুলিশিংয়ের আহ্বায়ক অধ্যাপক প্রবীর কুমার গাঙ্গুলি, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, মুক্তিযোদ্ধা আমির হোসেন মুন্সী, সদর থানার ওসি গাজী সালাউদ্দিন, টিআই মো. কাওছার-ই-আলম, টিআই কামরুল বেগ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগের সহ-সভাপতি মোঃ আক্কাস আলী, পৌর কাউন্সিলর নার্গিস আক্তার, আয়নাল হক স্বপন ও গাজী লিটন প্রমুখ। পরে বিভিন্ন যানবাহনের কাগজপত্র পরীক্ষা করা হয়। যাদের সঠিক পাওয়া যায় ফুল দিয়ে সম্মানিত করা হয়। আর যাদের ত্রুটি পাওয়া যায় আইনগত ব্যবস্থা নেয়া হয়। এই পক্ষকে ঘিরে মুন্সীগঞ্জের বিভিন্ন সড়কে ট্রাফিক পুলিশকে বেশী সর্তকতা অবলম্বন করতে দেখা যায়।

জনসাধারণকে ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধকরণে এবং সড়ক ও মহাসড়কে সড়ক দুর্ঘটনা রোধকল্পে সর্বোপরি সড়কের শৃঙ্খলা ফেরাতে ১৬ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সারাদেশে একসাথে ‘ট্রাফিক পক্ষ’ পালিত হচ্ছে। এর অংশ হিসাবে মুন্সীগঞ্জে এই ‘ট্রাফিক পক্ষ’ শুরু হয়েছে তোরেজোরে।

জনকন্ঠ

Leave a Reply