সিরাজদিখানে জাতীয় স্বাস্থ্যা সেবা সপ্তাহ উদ্বোধন

নাছির উদ্দিন : ”স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার” এমন স্লোগানে ১৬ থেকে ২০ এপ্রিল সারাদেশের ন্যায় সিরাজদিখানে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধন করেন। এরপর সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার আশফিকুন নাহার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা ইয়াসমিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.বদিউজজ্জামান , মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার, ইছাপুরা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন হাওলাদার, সাংবাদিক নাছির উদ্দীন প্রমুখ।

Leave a Reply