বিআরডিবি কর্মকর্তার শ্লীলতাহানির অভিযোগে যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বিআরডিবি’র জুনিয়র অফিসারকে শ্লীলতাহানীর অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যায় জাহাঙ্গীর হোসেনকে (৩৫) আটক করেছে গজারিয়া থানার পুলিশ। গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান সাদী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ ও থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের গজারিয়া উপজেলা শাখার জুনিয়র অফিসার নিলুফার ইয়াসমীনকে শ্লীলতাহানী চেষ্টার অভিযোগ ও তাঁর গলায় থাকা দুই ভরি ওজনের স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়ার ঘটনায় জাহাঙ্গীর হোসেনকে আটক করা হয়।

গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের সোনাইরকান্দি গ্রামের ইউসুফ আলীর ছেলে জাহাঙ্গীর গত বুধবার সন্ধ্যা আনুমানিক সাতটায় অফিস শেষে উপজেলা ডরমেটরীতে ফেরার পথে অফিসের অদূরে পুকুর পাড়ে ওই কর্মকর্তাকে জাহাঙ্গীর মুখে হাত চেপে ধরে ওই শ্লীলতাহানীর চেষ্টা করে। এসময় ধস্তাধস্তির একপর্যায়ে আর্তচিৎকারে তাকে ছেড়ে গলার স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় জাহাঙ্গীর। এ বিষয়ে ওই কর্মকর্তা আজ বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

গজারিয়া থানার ডিউটি অফিসার এএসআই আক্তার হোসেন জানান, অভিযোগ পেয়ে একজনকে আটক করা হয়েছে।

অবজারভার

Leave a Reply