সিরাজদিখানে চিত্রাঙ্কন ও রান্নায় পুষ্টি অনুষ্ঠিত

নাছির উদ্দিন : সারা দেশে পুষ্টি সপ্তাহ (২৩-২৯ এপ্রিল) পালিত হচ্ছে। এ উপলক্ষে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সপ্তাহ ব্যাপী নানা কর্মসূচী হাতে নিয়েছে। বৃহস্পতিবার পুষ্টি সপ্তাহের ৩য় দিনে স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে সকাল ১০ টায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয়। প্রাথমিক পর্যায়ের বিভিন্ন বিদ্যালযের শিশু শিক্ষার্থীরা চিত্রাঙ্কন প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে। এছাড়া হাসপাতালে কর্মরত নার্সদের ৬টি গ্রুপে রান্নায় পুষ্টি দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স আঙ্গিনায় অনুষ্ঠিত হয়েছে। সেখানে পুষ্টিকর খাদ্য রান্না করে উপস্থিত সকলের জন্য পরিবেশন করা হয়।

চিত্রাঙ্কন ও রান্না পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বদিউজ্জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, সহ-সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল, কবি সালাউদ্দিন সালমান, শিক্ষক নাছির উদ্দিন, সাংবাদিক আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।

Leave a Reply