শ্রীনগরে স্কুল ছাত্র রিফাত হত্যা মামলার ১ আসামী গ্রেপ্তার

আরিফ হোসেনঃ শ্রীনগরে হাতুরি পিটায় নিহত স্কুল ছাত্র রিফাত হত্যা মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার সন্ধ্যায় দোহার উপজেলার জয়পাড়া থেকে রিফাত হত্যা মামলার এজাহার ভূক্ত আসামী আসাদুল (২৫) কে গ্রেপ্তার করা হয়। সে সিরাজদিখান উপজেলার পাউসার গ্রামের জয়নাল বেপারীর ছেলে।

পুলিশ জানায়, দুই গ্রুপের দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের হাতুড়ি পিটায় বাড়ৈখালী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র রিফাত দেওয়ান (১৭) গত ২৩ এপ্রিল রাজধানীর বিআরবি হাসপালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এঘটনায় রিফাতের বাবা শ্রীধরপুর গ্রামের নিজাম দেওয়ান বাদী হয়ে শ্রীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। রবিবার গোপন সংবাদরে ভিত্তিতে শ্রীনগর থানার সেকেন্ড অফিসার এসআই নাজমুলের নেতৃত্বে পুলিশের একটি টিম মামলার এজাহার ভূক্ত ১২নম্বর আসামী আসাদুলকে জয়পাড়া থেকে গ্রেপ্তার করে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ ইউনুচ আলী জানান, আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Leave a Reply