মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার পাখিরমোড় নামক ঢাকা চিটাগাং মহাসড়কে ট্রাকের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরহী আগুনে পুড়ে মারা যাবার খবর পাওয়া গেছে।
সোমবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ২টা ৩০ মিনিটে এই ঘটনা ঘটে। এ খবর লেখা পর্যন্ত নিহত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গভীর রাতে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলে থাকা ব্যক্তি রাস্তায় ছিঁটকে পড়ে এবং মোটরসাইকেলের তেলের ট্যাংক বিস্ফোরণ হয়ে ঘটনাস্থলে পুড়ে মারা যায় মটোরসাইকেল আরহী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার কামরুল ইসলাম বিডি২৪লাইভকে বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। দুর্ঘটনায় মোটরসাইকেলটি পুড়ে গেছে। এই ঘটনা একজন নিহত হয়েছেন।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিডি২৪লাইভকে বলেন, আমাদের কাছে খবর এসেছে দুর্ঘটনার। তবে ঘটনাস্থল আমাদের আওতাধীন না। হাইওয়ে পুলিশ এ বিষয়ে বিস্তারিত বলতে পারবে। তবে ঘটনা সত্য।
বিডি২৪লাইভ/এএস
Leave a Reply