চাঠাতিপাড়া-পোদ্দারপাড়া বিলের মাঝে নতুন সড়ক

৫ কিলোমিটার দূরে চাঠাতিপাড়া হাইস্কুল আর ৬ কিলোমিটার দূরে ব্রাক্ষনভিটা হাই স্কুল পোদ্দারপাড়া, মান্দ্রা গ্রামের স্কুল পড়–ুয়া ছাত্র-ছাত্রীদের যেতে হয়। বর্ষয় নৌকা, কাঁদা মাটি বৃষ্টিতে ভিজে এ দীর্ঘ পথ যেতে শিক্ষার্থীদের কষ্টের শেষ নেই। আর এ সকল বিরম্বনা দূও হবে মাত্র আধা কিলোমিটার নতুন রাস্তা নির্মান করলেই। অবশেষে দীর্ঘ দিনের কষ্টের দিন শেষ।

শুক্রবার বিকেলে পোদ্দারপাড়া থেকে চাঠাতিপাড়া হাইস্কুল যেতে মান্দ্রা বিলের মাঝখান দিয়ে রাস্তা নির্মানের উদ্ভোধন করেন টংগিবাড়ীর নবনির্বাচিত চেয়ারম্যান জগলুল হাওলাদার ভূতু। রাস্তাটি পোদ্দারপাড়া মেম্বার বাড়ী থেকে চাঠাতিপাড়া হাই স্কুল পর্যন্ত। উদ্ভোধনের সময় উপস্থিত ছিলেন- শিল্পপতি শেখ জামাল, টংগিবাড়ী প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম, পাচঁগাও ইউপি সাবেক চেয়ারম্যান- শেখ সেলিম, আলী আহম্মদ শেখ, সহ পাঁচগাও ইউনিয়নের জনগন। এ সড়কটি নির্মান হলে পাঁচগাও ইউনিয়নের উত্তর-দক্ষিনের জনগনের মধ্যে সেতু বন্ধন হবে। যোগাযোগ সহ কৃষি পন্য বাজারজাত করন. ডশক্ষা চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে। উপজেলা চেয়ারম্যান ভূতু হাওলাদার জানান- আমি দেখেছি স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা ১০ মিনিটের রাস্তার বদলে ২ ঘন্টা হেটে স্কুলে যায় মূলত এই কষ্ট উপলব্দি করে রাস্তা নির্মানে এগিয়ে এসেছি। আমাকে এ অঞ্চলের কেউ অনুরোধ করেনী।

প্রতিদিন বাংলা

Leave a Reply