জসীম উদ্দীন দেওয়ান : দ্রুত এগিয়ে চলছে পদ্মাসেতুর কাজ। ২৬ দিনে বসেছে তিনটি স্প্যান। দৃশ্যমান হয়েছে সেতুর ১৮শ মিটার। চারটি স্প্যানে সম্পন্ন হয়েছে রেল লাইনের স্লাব বসানের কাজ। পদ্মাসেতুর উপ সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর জানান, আগামী সপ্তাহে বসতে যাচ্ছে আরো একটি স্প্যান। অল্প সময়ের ব্যবধানে কয়েকটি স্প্যান বসানো দেখে খুশি দুই পাড়ের বাসিন্দারা।
১২ ডিসেম্বর ১৫ সালে প্রধানমন্ত্রী স্বপ্নের পদ্মা সেতুর ভিত্তি প্রস্তুর স্থাপনের পর দীর্ঘ ১৯ মাস পর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের ওপর প্রথম স্প্যানটি দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতুর। এর পর নানা জটিলতায় ১৮ মাসে স্প্যান বসে ৮টি। এর পর কাজের গতি বেড়ে এপ্রিলের ১০ তারিখ থেকে মে মাসের ছয় তারিখ এই ২৬ দিনে বসেছে পদ্মাসেতুর তিনটি স্প্যান। স্বল্প সময়ে পদ্মাসেতুর এমন কাজে আনন্দিত এই অঞ্চলের মানুষেরা।
৬.১৫ কিলোমিটারের দ্বিতল এই সেতুতে নীচ তলায় থাকছে রেল পথ। তাই স্প্যান বসানোর পাশাপাশি চলছে রেলের স্লাব বসানোর কাজও। ইতিমধ্যে চারটি স্প্যানে রেল স্লাব বসানোর কাজ সম্পন্ন হয়ে গেছে। আর সোমবার দুপুর সাড়ে বারোটায় ২০ও ২১ নম্বর পিলারের ওপর সেতুর ১২তম স্প্যান বসানো দেখতে এসে নিজেদের সময় ও অর্থ বাঁচানোর পাশাপাশি জীবনের ঝুঁকি কমার বিষয়টিও অনুভব করেন দক্ষিণ- পশ্চিমাঞ্চলের মানুষেরা।
৪২টি পিলারের ওপর বসবে পদ্মাসেতুর ৪১টি স্প্যান। ইতিমধ্যে সম্পন্নভাবে তৈরী হয়ে আছে ২৫ টি পিলার। আর ৪২টি পিলারের সর্বমোট ২৯৪ টি পাইলিংয়ের মধ্যে তৈরী আছে ২৬২ টি পাইলিং। আগামী সপ্তাহের যে কোন দিন ১৪ ও ১৫ নম্বর পিলারের ওপর বসবে এ সেতুর ১৩তম স্প্যান। সব কিছু ঠিক থাকলে ২০২০ সালে চালু হতে পারে পদ্মা বহুমুখী সেতু।
Leave a Reply