মুন্সীগঞ্জের গজারিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার আনুমানিক সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হোসেন্দী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত স্বপন মিয়ার (৩০) উপজেলার লস্করদী গ্রামের হযরত আলী মিয়ার ছেলে। সে সিটি গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠানের একটি শিপ ইয়ার্ডে কর্মরত ছিলো।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, স্বপন মিয়া ওই প্রতিষ্ঠানে কাজ করার সময় তরিতাহত হলে স্থানীয়রা তাকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মো. লিয়াকত আলী জানান, হাসপাতালে আনার আগেই স্বপন মিয়ার মৃত্যু হয়েছে।
গজারিয়া থানার এসআই মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অবজারভার
Leave a Reply