নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন মাসদাইর ভূইয়ার বাগ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের (আনসারুউল্লাহ বাংলা টিম) সক্রিয় দুই সদস্যকে আটক করেছে র্যাব-১১।
আটকেরা হলেন- মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানা এলাকার আবু সাঈদ (২৪) ও বরিশাল জেলার গৌরনদী এলাকার এসএম মাহাদী হাসান ওরফে গোলাম রাব্বী (২৬)।
র্যাব-১১ পক্ষ থেকে জানানো হয়েছে, ১৯ মে জেলার এ/পি থানা-ফতুল্লাধীন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ল্যাপটপসহ বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।
র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন পিপিএম নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১৮-২০১৯ বছরে র্যাব-১১ কর্তৃক বেশ কয়েকটি সফল জঙ্গিবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। এ সকল অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতাসহ ১০৮ জন বিভিন্ন পর্যায়ের সদস্য ও পলাতক আসামিদের আটক করে আইনের আওতায় আনা হয়েছে। বিভিন্ন অভিযানে আটকৃতদের সকল জঙ্গিদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের কাছ থেকে প্রাপ্ত সে সকল তথ্যাদি যাচাই-বাছাইয়ের পর জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ত যে সকল সদস্য এখনও আটক হয়নি তাদেরকে আইনের আওতায় আনার জন্য অব্যাহতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে।
দৈনিক অধিকার
Leave a Reply