টঙ্গীবাড়ী উপজেলার চিত্রকড়া গ্রামে ইয়াবা বিক্রির সময় হাতে নাতে বাবা মেয়েকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশ সোপাদ্দ করেছে এলাকাবাসী। বুধবার রাতে জনতার হাতে আটক ওই বাবা ও মেয়েকে পাচঁগাও গ্রামের ইউপি সদস্য রিপন মোল্লার বাড়ি হতে ইয়াবাসহ গ্রেফতার করে থানায় নিয়ে আসে টঙ্গীবাড়ী থানা পুলিশ। জানাগেছে, উপজেলার চিত্রকড়া গ্রামের করম আলী হাওলাদারের ছেলে কামাল হাওলদার ওরফে খোকন এবং তার মেয়ে আয়েশা আক্তার দির্ঘদিন যাবৎ তাদের বাড়ির সামনে চিত্রকড়া গ্রামের পদ্মা নদী পারের নির্জন স্থানে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য বিক্রি করে আসছিলো।
পরে বুধবার বিকালে ইয়াবা বিক্রির সময় এলকাবাসী তাদের হাতে নাতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপাদ্দ করে। এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানা এসআই মোখলেছুর রহমান জানান, এলাকাবাসী ইয়াবাসহ ২ জনকে আটক করে রেখেছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। কামাল হালদার ওরফে খোকন এর কাছ হতে ৫ পিছ এবং মেয়ে আয়েশার কাছ হতে ৪ পিছ ইয়াবা ট্যাবলেড উদ্ধার করা হয়েছে।
দূর্জয় বাংলা
Leave a Reply