আরিফ হোসেনঃ শ্রীনগরে বিকল্পধারার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দলটির প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি ডাঃ একিউএম বদরুদ্দোজা চৌধুরীর গ্রামের বাড়ি শ্রীনগর উপজেলার মজিদপুর দয়হাটায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিকল্পধারা ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী, জোটের শরীক দল আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং স্থানীয় জন প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।
বিকল্পধারার যুগ্ন মহাসচিব ও মুন্সীগঞ্জ-১ আসনের এমপি মাহী বি,চৌধুরীর আয়োজনে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী, শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি নুরুল আলম চৌধুরী, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ সম্পাদক গোলাম সারোয়ার কবির, উপকমিটির সহ সম্পাদক মাকসুদ আলম ডাবলু, সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো ঃ মহিউদ্দিন আহমেদ, শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মসিউর রহমান মামুন, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ¦ সেলিম আহমেদ ভূইয়া, সাধারণ সম্পাদক আলহাজ¦ তোফাজ্জল হোসেন, শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম, সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার আশফিকুন নাহার, শ্রীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুচ আলী, সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদউদ্দিন, কেন্দ্রীয় যুবধারার সভাপতি আসাদুজ্জামান বাচ্চু, শ্রীনগর উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি জহিরুল হক নিশাত শিকদার বিকল্পধারার নেতা লক্ষন মন্ডল, জাহাঙ্গীর আলম নিশি, ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, নুরুল ইসলাম, মোকলেছুর রহমান, জাকির হোসেন, আজিম হোসেন খান প্রমুখ।
Leave a Reply