আজ মুক্তি পাচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ”জাল”

মোঃ মনির হোসেন: বেঁচে থাকা, আধিপত্য ও প্রেম এই ত্রি-সমিকরনের মিশেলে নির্মিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “জাল”। সন্ধ্যা ৭ টায় নির্মাতার নিজস্ব ইউটিউব www.youtube.com/dalimstudio চ্যানেলটিতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি মুক্তি পাবে। শর্টফিল্মটি মুক্তি উপলক্ষ্যে মুন্সীগঞ্জ শহরময় এবং নারায়নগন্জ ও ঢাকায় পোস্টার লাগানো হয়েছে- মুন্সীগঞ্জের বিভিন্ন লোকেশনে এর শুটিং করা হয়েছে।


তুষার খানের গল্পে শর্টফিল্মটির চিত্রনাট্য, পরিচালনা ও সম্পাদনা করেছেন তরুণ নির্মাতা ডালিম রহমান। চিত্রগ্রহণ করেছেন তুষার রায়, আবহসংগীত – শিশির রহমান
গ্রাফিক্স- আল নাসির সবুজ, রাজিব মজুমদার। অভিনয়ে ছিলেন- শাহিন মোহাম্মদ আমানউল্লাহ, ইকবাল মাহমুদ, নুপুর ইসলাম, আলতাফ রবিন, কামাল হোসেন,
হ্রত্তিক দাস, এম.এইচ অপু, আশরাফ আলী, সৃজন, বন্যা, সিমান্ত, দিগন্ত, আসিফ, জাহিদ, ইমন, সাব্বির, মাসফিক সিহাব, কৃষ্ন সহ আরো অনেকে-
ফটোগ্রাফি এন্ড ফিল্ম সোসাইটি, মুন্সীগঞ্জ এবং জলতরঙ্গ সাংস্কৃতিক একাডেমী, মুন্সীগঞ্জ এর ব্যবস্থাপনায় ও জান্নাত-ই-নূর (নাজ্জাত) এর নির্বাহী প্রযোজনায় পবিত্র ঈদ উপলক্ষে শর্টফিল্মটি আজ মুক্তি পাচ্ছে।

Leave a Reply