আরিফ হোসেন: শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠানটির প্রাক্তন ছাত্রদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় প্রতিষ্ঠানটির প্রাক্তন ছাত্র বাংলাদেশ ভোক্তা সংরক্ষন অধিদপ্তরের মহাপরিচালক মোঃ শফিকুল ইসলাম লস্করকে কমিটির সভাপতি ও ডাঃ মোঃ সেলিম মৃধাকে সাধারন সম্পাদক হিসাবে ঘোষণা করা হয়।
শ্রীনগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ হাফিজুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়াম্যান মোঃ মসিউর রহমান মামুন।
বাংলাদেশ খাদ্য কর্মকর্তা সমিতির মহা সচিব আব্দুল্লাহ হিস শাফিকে সাংগঠনিক সম্পাদক সিনিয়র সহ সভাপতি ডাঃ আব্দুল হালিম, সহ সভাপতি অধ্যাপক ফজলে এলাহি চৌধুরি অভি, অধ্যাপক মামুনুর রশিদ, ডাঃ এনায়েত হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক শিবলি আহমেদ, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন , সহ সাংগঠনিক ফরিদ আহমেদ ডন, অর্থ সম্পাদক অধীর চন্দ্র দত্ত, তথ্য ও যোগাযোগ হাফিজুল ইসলাম খান, আন্তর্জাতিক সম্পাদক সৈয়দ ইফতেখারুল আলম টিটুকে নির্বাচিত করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
Leave a Reply