কলকাতায় নাট্যোৎসবে যোগ দিতে যাচ্ছে থিয়েটার সার্কেল মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন ‘থিয়েটার সার্কেল’ ৪ দিনব্যাপী নাট্যোৎসবে অংশগ্রহণ করতে কলকাতায় যাচ্ছে। ভারতের কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক বিভাগের সহযোগিতায় নাট্যসংগঠন ‘কাল প্রতিমা’ এর আয়োজনে নাট্যোৎসবে যোগ দিতে ১১ জুন মঙ্গলবার ১৬ সদস্যের দল নিয়ে যাচ্ছে থিয়েটার সার্কেল।

নাটক ‘পঞ্চভূতের রং তামাশা’ নিয়ে এবার কলকাতা উৎসবে যাচ্ছে থিয়েটার সার্কেল। নাটকটির রচনা ও নির্দেশনায় শিশির রহমান। এ নাটকের মাধ্যমে সমাজের বিভিন্ন অসঙ্গতি হাস্যরসের মাধ্যমে তুলে ধরা হয়েছে। কলকাতায় নাটকটির ২টি প্রদর্শনী হবে।

থিয়েটার সার্কেলের প্রতিষ্ঠাতা নাট্যকার সঙ্গীত পরিচালক শিশির রহমানের নেতৃত্বে এবং সভাপতি সাব্বির হোসাইন জাকিরের ব্যবস্থাপনায় দলের সাথে যাচ্ছেন চিত্রনায়ক আশিক চৌধুরী, নাট্যশিল্পী মো. আল মামুন, আশরাফ আলী, শরীফ মাহমুদ, সালাউদ্দিন বাবুল, তুষার চন্দ্র রায়, ঋত্তিক দাস, সন্দিপ্ত দাস শুভ, মো. শিপন, জিল্লুর রহমান ইমন, সাইফুল ইসলাম সাইফ, নাইমুর রহমান তমাল এবং দলের বন্ধু সদস্য সাফিয়া খাতুন ও এহেসানুল আলম জনি।

থিয়েটার সার্কেল নিয়মিত বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক উৎসবে যোগ দিয়ে আসছে। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, পথনাটক পরিষদ, পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে দেশে-বিদেশে সুনাম কুড়িয়েছে। গত ২০ বছর ধরে সাফল্যের সাথে কাজ করে যাচ্ছে।

পরিবর্তন

Leave a Reply