শ্রীনগরে গলায় ফাঁস দিয়ে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। উপজেলার হাঁসাড়া ইউনিয়নের সেনপাড়া মন্ডল বাড়ীতে এ আত্মহত্যার ঘটনা ঘটে। জানাগেছে, শ্রীনগর সরকারী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী তিথী মন্ডল (১৮) নামে ওই ছাত্রী শনিবার ভোর ৫ টার দিকে নিজ বসত ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন।
স্থানীয় ইউপি সদস্য মোঃ মমিন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে ওই বাড়ীতে গিয়ে ছাত্রীর পারিবারিক সূত্রে জানাগেছে ওই ছাত্রী দীর্ঘদিন যাবত অসুস্থ ছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।
এ বিষয়ে শ্রীনগর থানার ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন বলেন, ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।
নয়া দিগন্ত
Leave a Reply