৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনঃ মিরকাদিম পৌর আওয়ামী লীগের প্রস্ততি সভা

মিরকাদিম পৌর আওয়ামী লীগের এক বিশেষ সভা পৌর আওয়ামী লীগ নেতা কাউন্সিলার আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পৌর মেয়র শহীদুল ইসলাম শাহীন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকেন। বিশেষ অতিথি মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মে, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহাম্মেদ, সদর উপজেলা আওয়ামী নেতা ডাঃ মনা, কাউন্সিলার আঃ মজিদ, বাদল রহমান, মাসুদ রানা, আঃ বাছিদ লাভলু, সজল আহাম্মেদ, আঃ মালেক, মাসুদ রানা, আঃ রব, আঃ রাজ্জাক, তাহের মিয়া, জেলা কৃষক লীগ নেতা সেলিম সর্দার, সাবেক ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন আনার, বীরমুক্তিযোদ্ধা সন্তান পৌর আওয়ামী লীগ নেতা আবুল বাসার, সাবেক সদর উপজেলা আওয়ামী লীগ নেতা শাহালম মৃধা আরো উপস্থিত থাকেন পৌর আওয়ামী লীগের ওয়ার্ডসমুহের সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ।

পৌর আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নাছির উদ্দিন ২০ তারিখের ঈদ পনর্মিলনী অনুষ্ঠান ও বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী মাসব্যাপী উদযাপনের দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র শহীদুল ইসলাম শাহীন বলেন সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারন সম্পাদকদের সাথে আলোচনা সাপেক্ষে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসুচী, ওয়ার্ড, ইউনিয়ন সম্মেলনের আয়োজনের বিষয় সিদ্ধান্ত নেওয়া হবে তাছাড়া ঈদপুনমির্লনী অনুষ্ঠানে জেলা আওয়ামী সভাপতি ও সাধারন সম্পাদক মহোদয়ের সাথেও এই বিষয় আলোচনা করা হবে।

তিনি আরো বলেন মিরকাদিম পৌরসভা একটি শান্তির নীড়, এই শান্তিপুন্ন পরিবেশ কোন অপশক্তিকে বিনষ্ট করতে দেওয়া যাবে না, যে কোন মুল্যে বিএনপির সন্ত্রাসীদের পরিকল্পিত চক্রান্ত মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতায় এগিয়ে যাওয়া মিরকাদিমের উন্নয়ন ও অগ্রগতিকে বাঁধাগ্রস্থ্য করার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিহত করা হবে।

জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন আহাম্মেদ বলেন ঈদপুনর্মিলী অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোঃ মহিউদ্দিন, সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ মোঃ লুৎফর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক অ্যাড.সোহানা তাহমিনা এর উপস্থিতি ও সদর উপজেলা পরিষদের নব-নির্বচিত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আনিছ উজ্জানকে সম্বর্ধনা প্রদান ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানকে আরো আনন্দময় করে তুলবে। তিনি আরো বলেন যারা আওয়ামী লীগে থেকে নৌকার বিপক্ষে কাজ করেছে, যারা নৌকার পক্ষে কাজ করায় তাদের বিভিন্ন মাধ্যমে হুমকী ধমকী দিচ্ছে অচিরেই যেন তাদের নামের তালিকা তৈরী করে জেলা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি, সাধারন সম্পাদক বরাবর হস্তান্তর করেন।

তিনি মাসব্যাপী বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আনন্দ রেলী, স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে রচনা-গান-কবিতা-চিত্রাঙ্গন প্রতিযোগিতা, জনসভার আয়োজনের প্রস্তাব রাখেন।

Leave a Reply