জমা দেওয়া নিয়ে দর কষাকষির অভিযোগ
আরিফ হোসেন: শ্রীনগরে ৪ কোটি ৮০ লাখ টাকা ব্যায়ে ১৭ টি সেতু বা কালভার্ট নির্মাণ প্রকল্পের বিপরীতে সিডিউল বিক্রি হয়েছে ৩০৪ টি। যা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে সবচেয়ে বেশী বিক্রিত সিডিউল। সিডিউল গুলোর বিক্রয় মূল্য ৪ লাখ ৪২ হাজার টাকা। সংখ্যায় অনেক হলেও এগুলো জমা দেওয়া নিয়ে সরকার দলীয় লোকজনের মধ্যে দরকষাকষির অভিযোগ উঠেছে।
শ্রীনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতাধীন গ্রামীন রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ পর্যন্ত সেতু বা কালভার্ট নির্মাণ প্রকল্পের জন্য দরপত্র আহবান করা হয়। ২৬ টি ঠিকাদারী লাইসেন্সের বিপরীতে বিক্রি হয় ৩০৪টি সিডিউল। কাজের কোন অভিজ্ঞতা না থাকলেও সরকার দলীয় অনেক নেতাকর্মী অন্যের ঠিকাদারী লাইসেন্স ধার করে এগুলো ক্রয়ের প্রতিযোগীতায় নেমেছে বলে অভিযোগ উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ঠিকাদার জানান, মূলত দরপত্রে ভাগ নেওয়ার জন্য অনেকে সিডিইল ক্রয় করেছে।
রবিবার দুপুর ১ টা পর্যন্ত সিডিউলগুলো জমা নেওয়া হবে এবং বিকাল ৪ টায় ঠিকাদারদের সামনে তা উন্মুক্ত করা হবে। উপজেলার সরকার দলীয় একাধিক নেতা জানান, শুক্রবার রাত থেকে জোটের শরীকদল গুলোর মধ্যে সিডিউল ভাগাভাগি নিয়ে দরকষাকষি চলছে। দরকষাকষির পর রবিবার কয়টি সিডিউল জমা পড়ে তা-ই এখন দেখার বিষয়।
Leave a Reply