মিরকাদিমের মেয়রসহ অপরাধিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন

জসীম উদ্দীন দেওয়ান: মুন্সীগঞ্জের মিরকাদিমে জানাজা শেষে ফিরার সময় জেলা আওয়ামী লীগ নেতাসহ তাঁর সমর্থকদেনর উপর পৌর মেয়র পন্থীদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে মিরকাদিম পৌর নাগরিক সমাজ, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন এবং পৌর সভার নানা শ্রেনী পেশার লোকেরা। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে, পৌর সভার পূর্বপাড়া এলাকার শাহজালালের মেয়ের জানানা শেষে জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মনসুর আহামেদ কালাম, ১নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জলিল মাদবরসহ ১০- ১২ জনের একটি টিম সেখান থেকে ফিরতে নিলে, মেয়র শহিদুল ইসলাম শাহীন ও তার সমর্থকরা অতর্কিত হামলা করেন। সে সময় কাউন্সিলর জলিল মাদবরসহ বেশ কয়েকজন মারাত্মক আহত হয়।

সেই ঘটনার প্রতিবাদে শনিবার দুপুরে মুন্সীগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গনে এই কর্মসূচি দেয়া হয়। এসময় আন্দোলনকারীরা মেয়র শাহীনসহ অপরাধিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। মুনসুর আহামেদ কালাম বলেন, বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে শাহীনের উস্কানিমূলক বক্তব্য আর জানাজা শেষে হামলা একই সূতায় গাঁথা। প্রশাসন যেনো সেই বক্তব্যের রেকর্ডটাও অনুসরণ করে রিপোর্ট প্রদান করেন।

Leave a Reply