সিরাজদিখানে বিদ্যালয়ো নতুন ভবন করে দেওয়ার আশ্বাস শিক্ষা সচিবের

নাছির উদ্দিনঃ সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের কালীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সার্বিক সমস্যা সমাধান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় কাউন্সিল ও সাবেক ছাত্র-ছাত্রীবৃন্দের সার্বিক সহযোগীতায় সোমবার বিকালে বিদ্যালয় আঙ্গিনায় সভা অনুষ্ঠিত হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলহাজ¦ গিয়াস উদ্দিন আহমেদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় তিনি একটি নতুন ভবন করে দেওয়ার আশ্বাস দেন। এলাকাবাসী ও অভিভাবকদের বিভিন্ন দাবীর কথা শুনেন। এলকাবাসী মাঠের জন্য জমি দিবে এবং কালীনগর পূর্বপাড়া গ্রামের সাথে আধা কি. মি. সংযোগ সড়কের জন্য তারা জমি দিবে। খেলার মাঠ ও রাস্তাটি মাটি দিয়ে ভরাট করে চলাচল ও খেলার উপযোগী করার জন্য এলাকাবাসী দাবী জানান। প্রধান অতিথি রাস্তা ও মাঠের জন্য যা যা করণীয় তা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যম্যে ব্যবস্থা নিবেন বলে জানান। বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সভায় বিদ্যালয়ের সভাপতি আলহাজ¦ মুহাম্মদ সামসুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক তাপস কুমার অধিকারী। প্রাক্তন ছাত্র আব্দুল্লাহ আল জাহিদ (ইরান) এর সঞ্চালনায় আরো অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, মালখানগর ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক শামিমা আক্তার, উপজেলা সহকারি শিক্ষা অফিসার নাজমুন নাহার প্রমুখ।

Leave a Reply