মো. মাসুদ খান: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিএ) মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে টোল আদায়ের ক্ষেত্রে প্রতি মাসে লাখ লাখ টাকা লুট করছে সংস্থাটির একটি সিন্ডিকেট। তথ্য অধিকার আইনে পাওয়া সংশ্লিষ্ট দুটি সরকারি প্রতিষ্ঠানের যানবাহন পারাপারের হিসাবে ব্যাপক গরমিল থেকে এ লুটপাটের চিত্র পাওয়া গেছে। এতে দেখা যায়, চক্রটির প্রধান হিসেবে কাজ করছেন বিআইডাব্লিউটিএ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (সিবিএ) শিমুলিয়া নদীবন্দর শাখার সভাপতি, টোল গার্ড প্রহরী শাহ আলম। চতুর্থ শ্রেণির কর্মচারী হলেও তাঁর দাপটে এখানে চলে সব কিছু। তিনি ঘাটের একটি যাত্রীছাউনি দখল করে সেখানে সিবিএ অফিস বসিয়েছেন। বন্দর কর্মকর্তার আবাসিক কক্ষটি দখলে নিয়ে দীর্ঘদিন সেখানে বাস করেছেন।
দীর্ঘদিন ধরে লৌহজং উপজেলায় অবস্থিত শিমুলিয়া ঘাটে খাস কালেকশনের মাধ্যমে নিজস্ব টোল কালেক্টর ও টোল প্রহরী দিয়ে ফেরি পারাপারের বিভিন্ন যানবাহন থেকে টোল আদায় করা হচ্ছে। বিআইডাব্লিউটিএর টোল আদায়ের তালিকা থেকে জানা যায়, প্রতিটি বাস, ট্রাক, মিনি ট্রাক, মাইক্রোবাস (বড়), কাভার্ড ভ্যান ট্রেলার, মিনি বাস, ট্যাংকলরির টোল ৬০ টাকা। মাইক্রোবাস (ছোট), স্টেশন ওয়াগন, জিপ, কার ইত্যাদির টোল ৩০ টাকা এবং মোটরসাইকেলের টোল ১৫ টাকা হারে আদায় করা হয়।
বিআইডাব্লিউটিএর কাছে তথ্য অধিকার আইনে আবেদন করে গত জানুয়ারি থেকে এপ্রিল মাসের যে চিত্র পাওয়া গেছে তাতে দেখা যায়, তাদের এই তথ্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন বা বিআইডাব্লিউটিসির তথ্যের সঙ্গে অনেক ফারাক। হিসাবে দেখা যায়, হিসাবে গরমিল করে প্রতি মাসে ২০ থেকে ২৪ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে সিবিএ সিন্ডিকেটটি।
বিআইডাব্লিউটিএর তথ্য মতে, জানুয়ারি মাসে এখানে ৬০ টাকার টোলের যানবাহন পারাপার করা হয়েছে ১৩ হাজার ১৯০টি। টোল আদায় হয়েছে সাত লাখ ৯১ হাজার ৪০০ টাকা। অথচ বিআইডাব্লিউটিসি বলছে জানুয়ারিতে তাদের ফেরিতে ৬০ টাকা বা ভারী যানবাহন পার হয়েছে ৩৪ হাজার ৬৮০টি। টোলের পরিমাণ দাঁড়ায় ২০ লাখ ৮০ হাজার ৮০০ টাকা। এ হিসাবে শুধু এ মাসেই ভারী যানবাহনের ক্ষেত্রে ১২ লাখ ৮৯ হাজার ৪০০ টাকা চুরি করা হয়েছে। বিআইডাব্লিউটিএ বলছে, এ মাসে হালকা বা ৩০ টাকার যানবাহন পারাপার হয়েছে ১৪ হাজার ৫৫২টি। টোল আদায় হয়েছে চার লাখ ৩৬ হাজার ৫৬৩ টাকা। অথচ বিআইডাব্লিউটিসি বলছে, তাদের ফেরিতে জানুয়ারিতে এ ধরনের যানবাহন পার হয়েছে ৪৮ হাজার ৪৮৯টি। ৩০ টাকা হিসেবে এর টোল আদায় হওয়ার কথা ১৪ লাখ ৫৪ হাজার ৬৭০ টাকা। হিসাবে দেখা যায়, এখানে চুরি করা হয়েছে ১০ লাখ ১৮ হাজার ১০৭ টাকা। সব মিলিয়ে জানুয়ারিতেই চুরি করা হয়েছে ২৩ লাখ সাত হাজার ৫০৭ টাকা। সরকার পেয়েছে মাত্র ১২ লাখ ৮৬ হাজার ৮০৫ টাকা। মোটরসাইকেল পারাপার বাদেই এ পরিসংখ্যান।
পরের মাস ফেব্রুয়ারির হিসাবে দেখা যায়, এভাবে যানবাহন পারাপারের সংখ্যা কম দেখিয়ে চক্রটি চুরি করেছে ২০ লাখ চার হাজার ৬৩০ টাকা। মার্চে চুরির পরিমাণ দাঁড়ায় ২২ লাখ ৫৬ হাজার ৭২০ টাকা। এপ্রিলে সরকার পেয়েছে মাত্র ১৯ লাখ ৬৭ হাজার ৪৩০ টাকা। আর ঘাপলাবাজির মাধ্যমে চুরি করা হয়েছে আট লাখ ৫৬ হাজার ৪৪০ টাকা। মে মাসে সরকার রাজস্ব পেয়েছে মাত্র ১০ লাখ ৭০ হাজার ৯৭০ টাকা। আর গাড়ির সংখ্যা কম দেখিয়ে সর্বসাকল্যে চুরি করা হয়েছে ২০ লাখ ৮৩ হাজার ৩৫০ টাকা।
গত পাঁচ মাসের মোট হিসাবে এখানে চক্রটি এ পন্থায় ৮৬ লাখ ৬৬ হাজার ৬৭০ টাকা হাতিয়ে নিয়েছে। অথচ সরকার এই পাঁচ মাসে পেয়েছে ৫৭ লাখ ১৩ হাজার ৭১০ টাকা। এ হিসাব মোটরসাইকেল বাদে শুধু যানবাহন পারাপারের ক্ষেত্রে।
খোঁজ নিয়ে জানা যায়, সিবিএ সভাপতি শাহ আলম সহকারী বন্দর কর্মকর্তা মো. শাহ আলম মিয়াকে সঙ্গী করে সিন্ডিকেট গড়ে তুলে প্রতি মাসে টোল আদায় থেকে এভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। জানা গেছে, চক্রের আরেক সদস্য, সাবেক সহকারী বন্দর কর্মকর্তা মো. মহিউদ্দিন শুরু করেন যান টোল থেকে রাজস্ব চুরির পর্বটি।
গত এক মাস চেষ্টা করেও সিবিএ নেতা শাহ আলমের সাক্ষাৎ পাওয়া যায়নি। ঘাটে গিয়ে দেখা যায়, তিনি অনুপস্থিত। ফোন করে কর্মস্থলে নেই কেন জানতে চাইলে তিনি কখনো বলেছেন, ‘আমার শরীর খারাপ’, কখনো বলেছেন, ‘মায়ের শরীর খারাপ, তাই যেতে পারিনি।’ সোমবার সকালে এই প্রতিবেদকের সঙ্গে ঘাটে দেখা করবেন কথা দিয়ে আসেননি। এবারও শরীর খারাপের অজুহাত।
জানা গেছে, এই চতুর্থ শ্রেণির কর্মচারী সপ্তাহে দুই-এক দিন ডিউটির নামে সিবিএ অফিসে বসে সময় কাটান। অনুপস্থিত দিনগুলোতে হাজিরা খাতায় সই করেন। এ ছাড়া নিয়মবহির্ভূতভাবে তাঁর আত্মীয়-স্বজন দিয়ে যানবাহন থেকে টোল আদায় করেন। গত রবিবার ঘাটের টোল বুথের সামনে গিয়ে দেখা যায়, মো. মাইনুদ্দিন নামের এক যুবক টোল আদায় করছেন। তাঁর কাছে পরিচয়পত্র দেখতে চাইলে তিনি দেখাতে পারেননি। তবে তিনি স্বীকার করেন, সিবিএ নেতা শাহ আলম তাঁর খালু হন। তিনি তাঁকে মাদরীপুর থেকে এখানে নিয়ে আসেন। প্রতিদিন তাঁকে ৪০০ টাকা দেওয়া হয় পারিশ্রমিক হিসেবে।
শাহ আলম শিমুলিয়া ঘাটের যাত্রীছাউনি দখল করে সিবিএ অফিস করেছেন। সেদিকেও কর্তৃপক্ষের কোনো দৃষ্টি নেই। তিনি বন্দর কর্মকর্তার শোবার কক্ষটিও নিজের করে নিয়েছিলেন। তবে নতুন বন্দর কর্মকর্তা আসার পর তিনি কক্ষটি ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। ঘাটে টোল প্রহরী হিসেবে দায়িত্ব ‘পালন’ করলেও বাস্তবে তিনি বাসাবাড়ি নিয়ে সপরিবারে বাস করেন ঢাকায়।
দুটি প্রতিষ্ঠানের যানবাহন পারাপার সংখ্যার বিশাল এ ব্যবধানের বিষয়ে জানতে চাইলে শাহ আলম বলেন, ‘এখানে রসিদের মাধ্যমে টোল আদায় করা হচ্ছে। তাই চুরি করার প্রশ্নই ওঠে না।’ তাঁর আত্মীয় কিভাবে এখানে টোল আদায় করছেন জানতে চাইলে তিনি বলেন, ‘গরিব বলে তাকে আমরা সহযোগিতা করছি।’ তাঁকে দিন ৪০০ টাকা কোথা থেকে দেওয়া হচ্ছে প্রশ্নের জবাবে তিনি নীরব থাকেন।
শিমুলিয়া নদীবন্দরের সহকারী বন্দর কর্মকর্তা মো. শাহ আলম মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এখানে গত এপ্রিলের ১৭ তারিখে যোগদান করেছি। আমার আগের বন্দর কর্মকর্তা যেভাবে টোল আদায় করেছেন, এখনো সেভাবেই হচ্ছে।’ কিন্তু হিসাবে যানবাহনের এত ব্যবধান কিভাবে হলো প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এটি সিবিএ নেতা শাহ আলমকে জিজ্ঞেস করেন।’ পাশাপাশি তিনি জানান, বিভিন্ন সরকারি ও ভিআইপি গাড়ি থেকে টোল আদায় করতে না পারায় এখানে ১০ শতাংশ ছাড় রয়েছে।
সচেতন মহল এসব নিয়ে প্রশ্ন তুলে বলছেন, বিআইডাব্লিউটিএ শিমুলিয়া ঘাটের পাবলিক টয়লেট পর্যন্ত লিজ দিয়ে দিয়েছে। অথচ ফেরি পারাপারের মতো বড় একটি রাজস্ব আয়ের জায়গায় লিজ না দিয়ে খাস কালেকশন করা হচ্ছে।’
এ ব্যাপারে বিআইডাব্লিউটিএর চেয়ারম্যান কমোডর মাহাবুবুল ইসলাম বলেন, ‘এটি ইজারা দেওয়ার ব্যাপারে আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা এ নিয়ে কাজ করছি। ঘাপলার বিষয়টি খতিয়ে দেখা হবে।’
কালের কন্ঠ
Leave a Reply