মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের চম্পাতলা এলাকা থেকে অজ্ঞাত কিশোরের (১৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে চম্পাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা সংলগ্ন কৃষি জমি থেকে মরদেহটি উদ্ধার করে সদর থানার পুলিশ সদস্যরা। এ সময় মরদেহের গলায় রশি পেচানো ছিল।
মুন্সীগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইব্রাহিম জানান, সকালে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে এসে অজ্ঞাত কিশোরের মরদেহটি উদ্ধার করা হয়। তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের ধারণা হত্যাকাণ্ডের পর ঘাতকরা তার লাশ রাস্তার পাশের কৃষি জমিতে ফেলে গেছে।
ভবতোষ চৌধুরী নুপুর/জাগো নিউজ
Leave a Reply