সিরাজদীখানে প্রতিপক্ষের আঘাতে দৃষ্টি হারাল কিশোর

সিরাজদীখানে ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাঁশের কঞ্চির আঘাতে এক চোখের দৃষ্টি হারাল মো. নাঈম হোসেন নামে এক কিশোর। সে উপজেলার রাজানগর ইউনিয়নের বাঐখোলা গ্রামের নবী হোসেনের ছেলে। রোববার সন্ধ্যায় বাঐখোলা গ্রামে এ ঘটনা ঘটে। আহত নাইমকে ঢাকার শ্যামলীর জাতীয় চক্ষু হাসপাতালে নিলে সোমবার বিকেলে তার ডান চোখে অস্ত্রোপচার করা হয়।

কিশোর নাঈমের চাচা নুর হোসেন জানান, রোববার বিকেলে গ্রামের একটি পতিত জমিতে দুই দলে বিভক্ত হয়ে ফুটবল খেলছিল কিশোররা। তার ভাতিজা নাঈম পাশে দাঁড়িয়ে খেলা দেখছিল। এ সময় শাহীন ব্যাপারির ছেলে সাজিত ব্যাপারি ও নুর মোহাম্মদের ছেলে আলভীসহ আরও কয়েকজনের সঙ্গে নাঈমের ঝগড়া বাধে। একপর্যায়ে তারা নাঈমের চোখে বাঁশের কঞ্চি দিয়ে আঘাত করে। এতে তার ডান চোখ জখম হলে গুরুত্বর অবস্থায় রাতেই তাকে ঢাকার শ্যামলীর জাতীয় চক্ষু হাসপাতালে নেওয়া হয়। পরে সোমবার নাঈমের ডান চোখে অস্ত্রোপচার করা হয়।

রাজানগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য মো. তৈয়ব আলী মৃধা বলেন, রোববার সন্ধ্যায় ফুটবল খেলা নিয়ে মারামারি হয়েছে। এ সময় আঘাতে এক ছেলের চোখ নষ্ট হয়েছে। সিরাজদীখান উপজেলার শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, এ বিষয়ে আমরা কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

সমকাল

Leave a Reply