মুন্সীগঞ্জে ব্যাংক গ্রাহকের সঙ্গে অভিনব প্রতারণা

মুন্সীগঞ্জের ন্যাশনাল ব্যাংকে টাকা তুলতে গিয়ে অভিনব প্রতারণার শিকার হয়েছেন মুন্সীগঞ্জের গণকপাড়ার সীমা বেগম নামে এক গ্রাহক। ব্যাংক থেকে ৫৫ হাজার টাকা তুলে আসার সময় ব্যাংকের ভেতরেই গ্রাহকবেশে এক প্রতারক তার কাছ থেকে ৫৫ হাজার টাকা হাতিয়ে নিয়ে ৮ হাজার টাকা দিয়েছে। মঙ্গলবার (২ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জ সদরের ন্যাশনাল ব্যাংকে এ ঘটনা ঘটে।

ব্যাংকের ভেতরে গ্রাহকবেশী প্রতারক

সীমা বেগমের ছেলে সোহেল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার মা ব্যাংক থেকে ৫৫ হাজার টাকা তোলেন। তিনি কাউন্টার থেকে এক হাজার টাকার ৫৫টি নোট বুঝে নিয়ে ফিরে আসছিলেন। এ সময় তার পাশে থাকা গ্রাহকবেশে এক প্রতারক তাকে বলে, তার বান্ডিলে পুরনো নোট আছে। ওই নোট বদল করে নতুন নোটের কথা বলে সে অন্য একটা বান্ডিল দেয়। পরে দেখা যায়, তার দেওয়া বান্ডিলে শুধু ওপরে ও নিচের দুটি নতুন এক হাজার টাকার নোট। বাকি ৬০টি নোট একশ’ টাকার। পরে হিসাব করে দেখা যায় সেখানে ৮ হাজার টাকা আছে।’

মুন্সীগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম শেখ বলেন, ‘এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। প্রতারণার ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখা হচ্ছে।’

বাংলা ট্রিবিউন

Leave a Reply