মুন্সীগঞ্জ শহরের প্রধান সড়কজুড়ে অবৈধ দোকান ও পার্কিং

দুর্ভোগের শিকার সাধারণ পথচারী
মীর নাসিরউদ্দিন উজ্জ্বল ॥ মুন্সীগঞ্জ শহরের প্রধান সড়ক অবৈধ দোকান ও পার্কিংয়ের কারণে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। সড়কটি এসব অবৈধ দোকান ও পার্কিংয়ের কারণে দখলমুক্ত হচ্ছে না। শহরের মুক্তিযুদ্ধের ভাস্কর্য থেকে (থানার পুল সুপার মার্কেট চত্বর) মুন্সীগঞ্জ পৌরসভা পর্যন্ত ফুটপাথ দোকানিদের দখলে। ফুটপাথের জায়গা দখল করে ব্যবসায়ীরা অবৈধভাবে দোকান ও মোটরসাইকেল পার্কিং করায় রাস্তা সংকুচিত হয়ে পড়েছে। মুন্সীগঞ্জ পৌরসভা, জেলা প্রশাসন, ট্রাফিক পুলিশসহ সংশ্লিষ্টরা এসব কারণে দখলমুক্ত করতে ব্যবস্থা নিচ্ছে না।

প্রধান সড়কের পাশের সরকারী অফিস ফুটপাথের দোকানের কারণে ঢাকা পড়ে গেছে। মুন্সীগঞ্জ পৌর মার্কেটের সামনে মোটরসাইকেল পার্কিং, মা ও শিশু কল্যাণ কেন্দ্র (মাতৃসদন), মুন্সীগঞ্জ সদর থানা, প্রধান ডাকঘর, সাবরেজিস্ট্রার অফিস, মুন্সীগঞ্জ পৌরসভার সামনের ফুটপাথ ও সড়ক দখল করে আছে এসব দোকান। এ বিষয়ে পৌরসভার সচিব ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা বজলুর রহমান কোন মন্তব্য করতে রাজি হননি।

রাস্তাটি ছিল শহরের একমাত্র সড়ক। কিন্তু পরবর্তীতে জুবলী খাল ভরাট করার পর এই সড়কের পূর্ব পাশের পেছনে আরেকটি বিকল্প রাস্তা হয়েছে। তারপরও এই রাস্তার গুরুত্ব কোনভাবেই কমে যায়নি। পোস্ট অফিস, থানা, প্রধান বাজার, বেশিরভাগ মার্কেট, জগধাত্রীপাড়া, জমিদারপাড়া, মালপাড়া, কিশলয় কালেক্টরেট স্কুল, শহরের কেন্দ্রীয় জামে মসজিদ, থানা জামে মসজিদ, পৌর তহশিল অফিস, শহরের কেন্দ্রীয় কালীমন্দির, ব্যাংক-বীমাসহ শহরের প্রাণ কেন্দ্রই হচ্ছে এই সড়ক। সড়কের ওপর দাঁড়িয়ে ক্রেতা পণ্য দেখছেন, বাছাই করছেন, চলে দর কষাকষি। এতে পথচারীর হাঁটতে সমস্যা এবং গাড়ি চলাচলে যানজটের সৃষ্টি হচ্ছে।

পৌর সুপার মার্কেট এলাকায় ওষুধের দোকানের সামনের সড়কে বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা মোটরসাইকেল পার্কিং করে জায়গা দখল করেছে। সকাল থেকে রাত পর্যন্ত মোটরসাইকেলের দীর্ঘ সারিতে সড়ক যেন মোটরসাইকেলের শোরুম হয়ে গেছে। নিকটেই ট্রাফিক পুলিশ ফাঁড়ি অথচ কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি।

দোকানগুলোর ফ্রিজসহ আনুষঙ্গিক সামগ্রী সড়কের ওপর রাখা। ফল, শাকসবজিসহ ভ্রাম্যমাণ অনেক দোকান বসে। এই সড়কে যাতায়াত না করা মানে অনেকটা হাঁফ ছেড়ে বাঁচা। সড়কটির সৌন্দর্য ব্যাহত হচ্ছে দীর্ঘদিন ধরেই। এ কারণে মূল রাস্তার বেশিরভাগ অংশ সংকুচিত হয়ে আছে। রাস্তা সংকুচিত হয়ে যাওয়ায় সড়ক দিয়ে যাতায়াত করতে হচ্ছে পথচারীদের। ফলে ছোটবড় দুর্ঘটনা ঘটছে। এসব অবৈধ ফুটপাথ দখল ও পার্কিং উচ্ছেদ করার ব্যাপারে কখনও কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সামনেই ফুটপাথে বসেছে অবৈধ দোকান। অবৈধ দোকানে ঢাকা পড়ে যাওয়ায় গাইনি চিকিৎসার জন্য সেবা নিতে রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। গুরুত্বপূর্ণ এই সেবা কেন্দ্রটি ঢাকা পড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সেবা নিতে আসা অনেক নারী। মুন্সীগঞ্জ সদর থানার সামনে পুকুর সংলগ্ন ফুটপাথ দখল করে দোকান বসেছে। সড়ক দিয়েই হেঁটে যেতে হয়। গাড়ির চাপ বাড়লেই দেখা দেয় যানজটের। মুন্সীগঞ্জে প্রধান ডাকঘরের সামনে ৩৪টি দোকান বসেছে ফুটপাথ দখল করে। এমনকি প্রধান ডাকঘরের চিঠির বাক্সটিও ঘেঁষে এমনভাবে দোন বসেছে, যা দৃষ্টিকটু। ড্রেনের ওপর নির্মিত এসব দোকানের কারণে ড্রেনেজ সিস্টেম সচল রাখতেও বাড়তি ঝামেলা পোহাতে হয় সংশ্লিষ্টদের। কাপড়ের এসব দোকান ফুটপাথের জায়গা দখল করে সড়কের মধ্যেও এসেছে। সড়কের ওপর দিয়েই এই পথ হেঁটে যেতে হয়। অটোরিক্সা আর মিশুকের হর্নের শব্দে বিরক্ত পথচারী। মুন্সীগঞ্জ পৌরসভার সামনের সড়কে ফুটপাথে বসেছে ৯টি দোকান।

নারীদের সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয়। বয়স্কদের সড়কটি চলাচলে ঝুঁকি নিতে হয়। মিশুক কিংবা রিক্সার কারণে এই সড়ক অতিক্রম করতে অনেক ভোগান্তি পোহাতে হয়। ফুটপাথ না থাকায় সড়কের মাঝ দিয়েই পথচারীরা চলাচল করে। অনেক সময় চালক গায়ে হাত দিয়ে পথচারীকে সরিয়ে থাকেন। হর্ন দিয়েও সতর্ক করা যায় না পথচারীদের। নির্দিষ্ট সময়ের থেকে বেশি সময় লেগে যায় গন্তব্যে পৌঁছতে। স্কুল, কলেজ ছুটি হলে সড়কটি দিয়ে চলাচল কষ্টসাধ্য হয়ে পড়ে। সড়কের ওপর দাঁড়িয়ে কেনাকাটা করতে হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজন এই ব্যাপারে একটি কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

ফুটপাথ দখল করে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান চালানো ব্যবসায়ীরা জানান, অনেক বছর ধরেই এখানে ব্যবসা করে আসছি। এর মাধ্যমেই আমাদের পরিবার চলে থাকে। এখান থেকে উচ্ছেদ করা হলে আমাদের বিকল্প কোন জায়গা নেই। পথচারীদের সমস্যা হচ্ছে, যানজটের সৃষ্টি হয়। মাঝে মাঝে ভ্রাম্যমাণ দোকানগুলো সরিয়ে দেয়া হয়, কিন্তু আবার এসে ব্যবসা করি। মুন্সীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র সুলতান বেপারি জানান, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র সড়ক ও ফুটপাথ দখলমুক্ত করতে কাজ করবেন।

জনকন্ঠ

Leave a Reply