গাজীপুরে কোটি টাকার বিদ্যুতের তারসহ আটক তিন

গাজীপুরে প্রায় কোটি টাকা মূল্যের সরকারী বৈদ্যুতিক তারসহ সংঘবদ্ধ চোরাকারবারি চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাব-১ এর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে বৈদ্যুতিক তার ও নগদ টাকাসহ, চাপাতি, শাবল, দা এবং মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সোমবার র‌্যাব-১’র স্পেশালাইজ কোম্পানি পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার আবদুল্লাহ আল-মামুন এ তথ্য জানিয়েছেন।

আটককৃতরা হলো- মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার কোলাপাড়া গ্রামের উজ্জল শেখ, নড়াইল জেলার লোহাগড়া থানার খাইরুল শেখ ও গাজীপুরের জয়দেবপুর থানার বানিয়ারচালা গ্রামের শাহীন আলম (৩৫)। র‌্যাব-১-এর ওই কর্মকর্তা জানান, গাজীপুরের জয়দেবপুর থানাধীন মেম্বারবাড়ি এলাকায় একটি সংঘবদ্ধ চোরাকারবারি চক্র সরকারী বৈদ্যুতিক তার চুরি, ক্রয়-বিক্রয় ও মজুদ করার উদ্দেশ্যে রবিবার বিকেলে অবস্থান করছে। এ গোপন সংবাদ পেয়ে ওই ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার আবদুল্লাহ আল-মামুনের নেতৃত্বে র‌্যাব সদস্যরা ওই এলাকার বানিয়ারচালা মেম্বার বাড়ি আইডিয়াল গার্ডেনের পার্শ্ববর্তী জনৈক মনিরের নব-নির্মিত টিন শেড গুদামঘরে অভিযান পরিচালনা করেন। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহায়তায় র‌্যাব সদস্যরা সেখান থেকে চোরাকারবারি চক্রের ওই ৩ সদস্যকে হাতেনাতে আটক করে। এ সময় আটককৃতদের দখল থেকে ১৪ হাজার ৭৮৪ কেজি বিভিন্ন প্রকার বৈদ্যুতিক তার, ৩৯৮ কেজি ড্রামের রড, দু’টি লোহার শাবল, ৩টি চাপাতি, ১টি দা, নগদ ৭৯৭৪ টাকা এবং ১৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।

জনকন্ঠ

Leave a Reply