আরিফ হোসেনঃ শ্রীনগর উপজেলার বীরতারা বাজারে একই রাতে ৩ টি দোকানে চুরি হয়েছে। রবিবার রাতে অভিনব কায়দায় ৩টি দোকানের টিনের চালা কেটে চুরি সংঘঠিত হয়।
বীরতারা বাজার কমিটির সভাপতি আঃ কাদির ও সাধারণ সম্পাদক সাব্বির শেখ জানান, বীরতারা বাজারের জামালদী, আঃ হক ও মঞ্জু ভান্ডারীর মুদি দোকানের টিনের চালা কেটে সংঘবদ্ধ চোরের দল ভেতরে প্রবেশ করে। এসময় তারা নগদ টাকা, বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট ও গুড়ো দুধ সহ প্রায় ৩ লাখ টাকার মালামাল হাতিয়ে নেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। এব্যাপারে আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Leave a Reply