আরিফ হোসেনঃ শ্রীনগরে একটি স্বর্ণের দোকানে ঢুকে ১ জনকে কুপিয়ে জখম করে প্রায় ২০ লাখ টাকার মালামাল লুটের ঘটনার ১ সপ্তাহের মাথায় ২ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে ১ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। অপরজনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ডাকাতির মালামাল বিক্রিয় ৫ হাজার টাকা। রবিবার রাতে নারায়নগঞ্জের গাবতলা থেকে ১ জনকে ও সোমবার ভোরে শ্রীনগর উপজেলার কুকুটিয়া এলাকা থেকে আরেক জনকে গ্রেপ্তার করা হয়।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুচ আলী জানান, গত ৬ জুলাই উপজেলার সিংপাড়া বাজারের একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটে। ক্লুলেস এই ঘটনা নিয়ে মাঠে নামে শ্রীনগর থানা পুলিশ। পুলিশের অভিযানে নারায়নগঞ্জের গাবতলা থেকে ধরা পরে ডাকাত হাশেম। সে নরসিংদীর দোস্তরদি গ্রামরে মৃত ইন্তাজউদ্দিনের ছেলে। হাশেম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করে সিংপাড়া বাজারে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা স্বীকার করেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ও বিকাশের লেনদেনের সূত্রধরে শ্রীনগর উপজেলার কুকুটিয়া এলাকা থেকে মনা নামে আরেক ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এসময় তার বিকাশ একাউন্ট থেকে ডাকাতির মালামাল বিক্রির ৫ হাজার টাকা উদ্ধার করা হয়। সে টুনিয়ামান্দ্রা গ্রামের মৃত কাশেমের ছেলে।
সিংপাড়া বাজারের পূজা স্বর্ণ শিল্পালয়ের ডাকাতির ঘটনায় গত ৭ জুলাই প্রতিষ্ঠানটির কর্ণধার টোটন রায় বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন। ওই রাতে মুখোশধারী প্রায় ২০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দোকানে প্রবেশ করে টোটন রায়ের ভাই নেপাল রায়কে কুপিয়ে জখম করে দুটি লোহার সিন্ধুক ভেঙ্গে ৩২ ভরি স্বর্ণালংকার ২৫০ ভরি রুপা, নগদ প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকা সহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
Leave a Reply