সিরাজদিখানে কমিশনারের ভাতিজার গুলিতে নির্মাণ শ্রমিক নিহত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কমিশনারের ভাতিজা ইসমাইল মোল্লার ছোড়া গুলিতে ওবায়দুল ইসলাম (৩২) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (১৫ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ইসমাইল মোল্লার স্ত্রী বেবী আক্তারকে আটক করেছে। ঘটনার পর থেকেই ইসমাইল মোল্লা পলাতক। ওবায়দুল ইসলাম কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার বজ্রাদিয়ারখাতা গ্রামের মৃত মুনসার আলীর ছেলে। ইসমাইল মোল্লা ঢাকা তেজগাঁও থানার ২৬ নম্বর ওয়ার্ড কমিশনার শামিম মোল্লার ভাতিজা।

জানা গেছে, ইসমাইল মোল্লা ওবায়দুলের মুখের নিচে গলায় পিস্তল ঠেকিয়ে গুলি করে। তবে কী কারণে তাকে গুলি করে হত্যা করা হয়েছে তা এখনো পুলিশ জানাতে পারেনি। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথেই মারা যায় সে। ওবায়দুল প্রায় ছয় মাস ধরে ঢাকা উত্তরের তেজগাঁও থানার ২৬ নম্বর ওয়ার্ড কমিশনার শামীম মোল্লার নিজ গ্রামের বাড়ি সিরাজদিখান উপজেলার মধ্যম শিয়ালদীতে ইমারত নির্মাণের কাজ করে আসছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শামীম মোল্লার ভাতিজা ইসমাইল মোল্লা ওই নির্মাণ শ্রমিককে এক রাউন্ড গুলি করলে গুরুতর আহত অবস্থায় নির্মাণ শ্রমিক ওবায়দুল ইসলামকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে মারা যায়। ঘটনার সময় ওয়ার্ড কমিশনার শামীম মোল্লা তার নিজ বাড়িতেই অবস্থান করছিলেন বলেও পুলিশ জানায়।

মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান বলেন, তেজগাঁও থানা ২৬ নম্বর ওয়ার্ড কমিশনার শামীম মোল্লার গ্রামের বাড়ির রাজমিস্ত্রি ওবায়দুলকে গুলি করে তারই ভাতিজা ইসমাইল মোল্লা। ইসমাইল এবং পিস্তল উদ্ধারের চেষ্টা চলছে। আশা করি খুব শীঘ্রই হত্যার রহস্য বের হবে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

অধিকার

Leave a Reply