শ্রীনগরে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

আরিফ হোসেনঃ শ্রীনগরে সাপের কামড়ে শাফিয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপালের আইসিইউতে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে শ্রীনগর উপজেলার বনগাঁও গ্রামের মৃত মোসলেম শেখের স্ত্রী শাফিয়া বেগম নিজ ঘরে শুয়ে ছিলেন। এসময় একটি গোখরা সাপ তাকে কামড় দেয়। শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের কামড়ের ইনজেকশন না থাকায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসাপতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শফিয়া বেগমের মৃত্যু হয়। সাপের কামড়ে মৃত্যুর ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply