পদ্মায় তীব্র স্রোতে টানা আট দিন ধরে ফেরি চলাচল ব্যাহত

জসীম উদ্দীন দেওয়ান: পদ্মায় প্রবল স্রোতের কারণে টানা আট দিন ধরে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে শিমুলিয়া- কাঁঠালবাড়ি নৌ রুটের ফেরি চলাচল। পারাপারের অপেক্ষায় মুন্সীগঞ্জের শিমুলিয়ায় আটকে আছে ছয়শত যানবাহন। ফলে চরম দুর্ভোগে পরেছে এই পথের যাত্রী ও চলাকরা। বিআইডব্লিউটিসির উপ-মহা ব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী জানান, উজান থেকে পানি নেমে আসার পর ১৪ জুলাই থেকে পদ্মায় তীব্র স্রোতে বাড়ে। আর তীব্র এই স্রোতে ভেদ করে বেশির ভাগ ফেরিই চলতে না পারার কারণে ঘাটে থাকা ১৬টি ফেরির মধ্যে মাত্র তিন বা চারটি ফেরি দিয়ে কোন রকমে ঘাট সচল রাখা হয়েছে। যেহেতু এবার বিকল্প পথ চালু হয়নি, তাই স্রোতের গতি না কমলে, পরিস্থিতির কোন উন্নতি হবার সম্ভবনা নেই। ফেরি চালকরা জানান, তীব্র স্রোতে ফেরি চালাতে যেয়ে ইঞ্জিনসহ ফেরির বিভিন্ন অংশ নষ্ট হয়ে যাচ্ছে। অন্যদিকে ভোগান্তী কমাতে বিকল্প ব্যবস্থার দাবি যাত্রী ও চালকদের।

Leave a Reply