বিশাল এই আকাশ জুড়ে,
শতক বরংয়ের পঙ্খি উড়ে।
উড়ে সাথে মন।
আমি কি তায় উড়ি একা?
উড়িতো দুজন!
গাছ গাছালির ডালে ডালে,
মৃদু হাওয়ার নৃত্যে দোলে।
মেতে ছিলেম মন।
বিমুগ্ধতায় একা নইকো,
বিস্ময়ে দুজন!
বাতায়নের সমীরনে,
মুগ্ধতার সতেজ বনে।
সুখের উল্লাস ক্ষণে ক্ষণে,
জড়িয়ে মাতে মন।
সকল সুখে একলা নইতো।
স্বর্গ পাড়ায় দুজন!
Leave a Reply