সিরাজদীখানে আশঙ্কাজনক হারে কমছে কৃষি জমি

ইমতিয়াজ উদ্দিন বাবুল: মুন্সীগঞ্জের সিরাজদীখানে কৃষি জমির পরিমাণ আশঙ্কাজনক হারে কমছে। এর বিরূপ প্রভাব পড়ছে ফসল উৎপাদনে। এ অঞ্চলে চলছে অপরিকল্পিত নগরায়ন, বাড়িঘর নির্মাণ, ইটভাটায় কৃষি জমির মাটি বিক্রি এবং জলাভূমি ভরাট করার আত্মবিনাশী প্রক্রিয়া। এভাবে চলতে থাকলে বসবাস উপযোগী পরিবেশই শুধু ক্ষতিগ্রস্ত হবে না, নিকট ভবিষ্যতে সমগ্র জনগোষ্ঠীই এক বিপর্যয়কর অবস্থায় গিয়ে পড়বে। যদি কৃষি জমি এমন দ্রুত হারে কমতে থাকে, তাহলে জনসংখ্যার খাদ্যের জোগান দেওয়া এক সময় কষ্টকর নয়, রীতিমতো অসম্ভব হয়ে পড়বে।

উপজেলার ১৪টি ইউনিয়নের বালুচর, লতব্দী, বাসাইল, কেয়াইন, চিত্রকোটসহ ঢাকা-মাওয়া মহাসড়কের দু’পাশে নামে-বেনামে গড়ে উঠছে শতাধিক হাউজিং কোম্পানি। কোম্পানিগুলোর অধিক মুনাফার লোভ, অপরিকল্পিত নগরায়ন, বাড়িঘর নির্মাণ, জলাভূমি ভরাট ও ইটভাটা নির্মাণের ফলে কমছে কৃষি জমি। এতে খাদ্য উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়লেও তা আপাতদৃষ্টিতে কারও চোখে ধরা পড়ছে না। হাউজিং কোম্পানিগুলো যেভাবে কৃষি জমি ও জলাশয় দখল করে ভবন নির্মাণ শুরু করেছে, এতে ভবিষ্যতে খাদ্য সংকটের সৃষ্টি হবে।

জানা যায়, হাউজিং কোম্পানিগুলো এতটাই শক্তিশালী যে, কোনো ধরনের সরকারি অনুমতি ছাড়াই অবৈধ দখল ও মাটি ভরাট কার্যক্রম শুরু করে। নিজেদের প্রভাব বিস্তার করে কৃষি জমিতে বালু ভরাট করে। সরকারের কোনো নির্দেশনারও তোয়াক্কা করে না।

কৃষি জমি অনুৎপাদনশীল কর্মকাণ্ডেও ব্যবহার চলছে। উপজেলায় প্রায় ৭০টি ইটভাটা। ইট তৈরি করতে ভাটাগুলো ফসলি জমির উপরিভাগের মাটি ব্যবহার করছে। এতে জমি উর্বরাশক্তি হারাচ্ছে। এ ধরনের অবস্থা ক্রমাগতভাবে চলতে থাকলে জমির ব্যাপক সংকট সৃষ্টি হবে। উৎপাদনের জন্য পর্যাপ্ত কৃষি জমি না থাকলে স্বাভাবিকভাবে খাদ্য উৎপাদন হ্রাস পাবে। ফলে অর্থনীতিতে ভারসাম্যহীনতা সৃষ্টি হবে।

সিরাজদীখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ বলেন, গত এক দশকে দ্রুত হারে কমেছে ফসলি জমির পরিমাণ। এটাকে খাদ্য নিরাপত্তার জন্য বড় একটি হুমকি বলে আমি মনে করি। সিরাজদীখানে যেসব জমিতে কৃষকরা কৃষিপণ্য উৎপাদন করে থাকেন এবং আমাদের খাদ্যের চাহিদা পূরণ হয়, সেসব ফসলি জমি বর্তমানে অপরিকল্পিত আবাসন ও নগরায়নের ফলে ক্রমাগত কমছে।

সিরাজদীখান উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার সমকালকে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা কৃষি জমির ওপর নজরদারি

বাড়িয়েছি। ফসলি জমি যাতে আর নষ্ট না হয়, সে বিষয়ে প্রশাসন তৎপর।

সিরাজদীখানের কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র রায় বলেন, সিরাজদীখানে আশঙ্কাজনক হারে কৃষি জমি কমে যাচ্ছে। পাঁচ বছর আগের হিসাব অনুযায়ী সিরাজদীখানে মোট কৃষি জমির পরিমাণ ১৪ হাজার হেক্টর। কী পরিমাণ ফসলি জমি ভরাট হয়েছে সেই সঠিক তথ্য জানতে আমাদের একটু সময় লাগবে। তবে বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি এবং মাসিক সমন্বয় মিটিংয়েও বিষয়টি তুলে ধরেছি।

সমকাল

Leave a Reply