সিরাজদিখানে তুচ্ছ ঘটনায় বাড়িতে হামলা, ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট

নাছির উদ্দিন: সিরাজদিখানে তুচ্ছ ঘটনায় প্রবাসীর বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও সাড়ে ১১ ভরি স্বর্ণালঙ্কার লুট হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বয়রাগাদী ইউনিয়নের ভুইরা গ্রামে প্রবাসী আবুল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। প্রবাসীর স্ত্রী আকলিমা বেগম (৩৫) বাদী হয়ে গতকাল শনিবার বিকালে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করেছেন।

আকলিমা বেগম জানান, শুক্রবার সন্ধ্যায় তার বাড়ির আঙ্গিনায় রিক্সাচালক তার রিক্সা দিয়ে ফুলের টব ভেঙ্গে ফেলে। তাকে দেখে শুনে চালানোর কথা বলেন আকলিমা এসময় ওখানে দাড়িয়ে থাকা লতব্দী ইউনিয়নের দোসরপাড়া গ্রামের আওলাদ হোসেনের ছেলে মো. রাকিব (২২) আকলিমার সাথে কথাকাটাকাটি করে। কিছুক্ষন পরে রাকিব, দোসরপাড়া গ্রামের আ. খালেকের ছেলে পারভেজ (২২), ভুইরা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আমজাদ হোসেন (৩৫), নুর মোহাম্মদের ছেলে মো. রবিন মোল্লা (২২) এবং দোসরপাড়া গ্রামের রহমত আলী (২২), মো. দিদার মাদবর (৩৮), মো. কামাল উদ্দিন (৩৫) সহ ১০/১৫ জন দা, লোহার রড, লাঠি, বাঁশ বল্লম নিয়ে হামলা করে। আকলিমাকেকে কিল ঘুষি মেরে জখম করে, সে তার ছেলে মেয়েকে নিয়ে এক রুমে গিয়ে দরজা আটকে দেয়। বাড়ির প্রধান দরজা কুপিয়ে ভাঙ্গচুর করে ঘরে প্রবেশ করে স্টীলের আলমিরা ভেঙ্গে সাড়ে ১১ ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয় তারা। এ সময় বাড়ির লোকজন সবাই সাভার ভাতিজীর বিয়েতে গিয়েছিল। শুধু দোতলায় স্কুল শিক্ষিকা একজন ছিল সেও ভয়ে এ আক্রমন দেখে দোতলায় দরজা আটকে চিৎকার করে ডাকাত এসেছে মনে করে। পরে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা চলে যায় ।

রাকিবের বাবা আওলাদ হোসেন মেম্বার জানান, মহিলা লোকজন নিয়ে রিক্সা ওয়ালাকে মারধর করায় তার ছেলে বাধা দেয়। এ সময় দু’পক্ষের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। রাকিবকে তারাই মারধর করেছে। আমাদের লোকজন কোন ভাঙচুর লুটপাট করে নাই তাদের বাড়িতে। তারা মিথ্যা অভিযোগ করছে।

বয়রাগাদী ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন গাজী জানান, আমি ফোনে খবর পেয়ে দুইজন ইউপি সদস্যকে বিষয়টি দেখতে বলি। সকালে আমি ঘটনাস্থল পরিদর্শন ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে বিস্তারিত শুনেছি। এ ঘটনায় দোষরপাড়া গ্রামের যারা ঘটিয়েছে তারা সত্যিই খারাপ লোক। দোসরপাড়া থেকে নদী পাড় হয়ে এপাড় এসে প্রভাব দেখায় এবং এদের মধ্যে নেশাখোরও রয়েছে। ওদের ভয়ে আতঙ্কে থাকে এ এলাকার মানুষ।

সিরাজদিখান থানার ওসি মো. ফরিদ উদ্দিন জানান, লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply