সিরাজদিখানে ওয়ার্ড কাউন্সিল গঠন নিয়ে হামলা, মামলা নিচ্ছে না পুলিশ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিলকে কেন্দ্র করে হামলার ঘটনায় প্রতিপক্ষের ওপর একাধিকবার হামলার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় ইউপি চেয়ারম্যানের ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ মামলা নিচ্ছে না বলে অভিযোগ করেছে হামলার শিকার ব্যক্তিরা। তাদের অভিযোগ, চেয়ারম্যানের ভাই ও তাঁর লাঠিয়াল বাহিনীর সদস্যরা এলাকায় বীরদর্পে ঘুরে বেড়িয়ে তাদের হুমকিধমকি দিচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে জৈনসার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জৈনসার ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কাউন্সিলের সম্মেলন শুরু হয়। এ সময় তুচ্ছ ঘটনায় কথা-কাটাকাটিকে কেন্দ্র করে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খায়ের ব্যাপারী ও সাধারণ সম্পাদক কাঞ্চন গোরাপীর ওপর স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদুর ভাই লুত্ফর রহমান ও তাঁর বাহিনী হামলার চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্মেলন কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়। কাউন্সিল শেষে রাতে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহাগ খান বাড়ি ফেরার সময় কথা-কাটাকাটির জের ধরে লুত্ফরের লাঠিয়াল বাহিনী তাঁর ওপর হামলা চালায়। এতে সোহাগ গুরুতর আহত হলে তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিত্সার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরদিন রবিবার দুপুরে একই ঘটনার জেরে লুত্ফর বাহিনী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং ইউনিয়ন ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা জমির সরদারের ওপরও হামলার চেষ্টা চালায়। পরে আরেক প্রতিপক্ষ মফিজ উদ্দিনের বাড়ি ভাঙচুর এবং আবু তালেবের দোকান লুটপাট করে তারা।

এদিকে হামলার ঘটনায় সোহাগ খান থানায় মামলা করার জন্য একটি অভিযোগ দিলে গত তিন দিনেও একে মামলা হিসেবে রেকর্ডভুক্ত করেনি পুলিশ। এ ছাড়া রবিবারের হামলার ঘটনায় পুলিশ মামলা নিতে চায়নি বলে অভিযোগ পাওয়া গেছে। পরে হামলার শিকার ব্যক্তিরা মুন্সীগঞ্জ আদালতে গিয়ে মামলা করে।

এ ব্যাপারে সিরাজদিখান থানার ওসি ফরিদ উদ্দিন বলেন, ‘সোহাগের অভিযোগ পেয়েছি। তবে এটি আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিষয় হওয়ায় সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সভাপতি বিষয়টি মীমাংসার দায়িত্ব নিয়েছেন। তাই মামলা করা হয়নি। আর রবিবারের ঘটনাটি মামলা হওয়ার মতো হলে অবশ্যই মামলা নিতাম।’

কালের কন্ঠ

Leave a Reply