সিরাজদিখানে ডেঙ্গুরোগে আক্রান্ত শিশুসহ ৬জন

নাছির উদ্দিন: গত ২৪ জুলাই থেকে বুধবার পর্যন্ত মুন্সীগঞ্জের সিরাজদিখানে ডেঙ্গুরোগে আক্তান্ত হয়েছে ৬ জন। এর মধ্যে ৮ মাসের ১ টি শিশুও আছে। উপজেলায় ৫ জন ও সরাসরি ঢাকায় ১জন চিকিৎসা নিয়েছেন। তবে ডেঙ্গু সনাক্তের যথাযথ ব্যবস্থা সরকারী স্বাস্থ্য কেন্দ্রগুলোতে না থাকায় জনগণের ভোগান্তি বেড়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: বদিউজ্জামান জানান, উপজেলায় এ পর্যন্ত ৬ জন ডেঙ্গু রোগী হাসাপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তার মধ্যে ৪ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে ১জন হাসপাতালে ভর্তি আছে। তবে নুহাস শেখ নামে ৮ মাসের একটি শিশু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সরাসরি ঢাকার হলি ফ্যামেলি হাসপাতালে ভর্তি হয়েছে। তিনি জানান, ডেঙ্গু সনাক্ত করণে তিনটি টেস্টের প্রয়োজন হলেও এখানে দুটির ব্যবস্থা আছে। বাকী একটি আমরা বাইরের ডায়াগনিষ্টিক সেন্টার বা ঢাকা থেকে পরীক্ষা করে আনি। তবে জেলা সিভিল সার্জনের অনুমতিক্রমে আমি ব্যক্তিগত উদ্যোগে এন্টিজেন (এনএস-১) সেস্টের কয়েকটি কিট আনার উদ্যোগ নিয়েছে। গরীব রোগীরা এ টেস্টের সুযোগ পাবেন এখানে।

Leave a Reply