শ্রীনগরে হামলায় ছেলেসহ গৃহবধূ আহত

মাদক সেবনে নিষেধ করার জের
মুন্সীগঞ্জের শ্রীনগরে মাদক সেবনে নিষেধ করার জেরে এক গৃহবধূ ও তাঁর ছেলের ওপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের পূর্ব গাদিঘাট গ্রামে গত মঙ্গলবার এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন পূর্ব গাদিঘাটের আর মোহাম্মদের স্ত্রী মাজেদা বেগম (৪৬) ও ছেলে মো. রিয়াদ (২০)।

স্থানীয় সূত্র জানায়, পূর্ব গাদিঘাটে একটি দোকানের পাশে বসতবাড়ির সামনে একই এলাকার মোকাজ্জলের ছেলে শহিদুল (২৫) ও শহীদ মিস্ত্রির ছেলে সোহাগ (২৫) দলবল নিয়ে প্রায়ই গাঁজা সেবন করে। কয়েক দিন আগে গাঁজা সেবনে তাদের কঠোরভাবে নিষেধ করেন দোকানসংলগ্ন বাড়ির মালিক আর মোহাম্মদ। এতে মাদকসেবীরা ক্ষিপ্ত হয়। গত মঙ্গলবার সকালে শাহা আলমের দোকানের পাশে মাদক সেবনকে কেন্দ্র করে মাজেদা বেগম ও রিয়াদের ওপর হামলা চালায় তারা।

আর মোহাম্মদ বলেন, ‘সচেতন নাগরিক হিসেবে বাড়ির পাশে তাদের গাঁজা সেবন করতে নিষেধ করেছি। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমার স্ত্রী ও ছেলের ওপর হামলা চালায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের চিকিৎসা করা হচ্ছে। স্থানীয় গণ্যমান্যদের বিষয়টি জানিয়েছি।’

কালের কন্ঠ

Leave a Reply