লৌহজংয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

মুন্সীগঞ্জ জেলার লৌহজংয়ে মো: সেলিম (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এ অভিযান পরিচালিত হয়।

প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-১ এর কমান্ডার পুলিশ সুপার মো: এনায়েত হোসেন মান্নানের নেতৃত্বে মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানাধীন গোয়ালী মান্দ্রা বাজারস্থ ইউনিক কোচিং সেন্টারের সামনে অভিযান চালিয়ে মাদক কারবারি মো: সেলিমকে গ্রেফতার করা হয় এবং ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ১৪ হাজার টাকাও জব্দ করা হয়।

গ্রেফতারকৃত সেলিম লৌহজং উপজোর গোয়ালী মান্দ্রার বেদেপট্টির জিন্নাত আলী সরদারের ছেলে। তার বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

নয়া দিগন্ত

Leave a Reply