সিরাজদিখানে শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা

নাছির উদ্দিন: সিরাজদিখানে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার জৈনসার ইউনিয়নের ভাটিমভোগ ঈদগাঁহ বাজার মাঠে জৈনসার ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জৈসনার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল খায়ের বেপারীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামীলীগ ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য আলহাজ্ব শেখ মো. জাকির হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহবায়ক মঈনুল হাসান নাহিদ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক ইকবার হোসেন চোকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক হাফেজ ফজলুল হক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জমির উদ্দিন সরদার, জেলা স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক শামিম চৌধুরী চঞ্চলসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সবার মাঝে খাবার বিতরণ করা হয়।

Leave a Reply