আরিফ হোসেনঃ শ্রীনগরে মুদি দোকানেও ইয়াবা ট্যাবলেট বিক্রি হয় বলে মন্তব্য করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন। সোমবার দুপুরে উপজেলা আইন শৃংখলা ও নাশকতা প্রতিরোধ কমিটির সভায় প্রধান অতিথী মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ মনিরুজ্জামান তালুকদারের উপস্থিতিতে তিনি আরো বলেন, শ্রীনগরে মাদক দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এখনই জোড়ালো পদক্ষেপ নিতে হবে। এর আগে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু বলেন, উপজেলায় মাদক সেবনকারীদের ধরে অনেক সময় ইউএনও বা এসিল্যান্ড মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন। জেলে গিয়ে সেবনকারী জেলের ভেতরেই মাদক পাচ্ছে। কুকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল হোসেন বাবু তার বক্তব্যে বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান ঝিমিয়ে পরেছে। অভিযান বাড়ানো দরকার। এসময় তাদের সাথে শ্রীনগর উপজেলার অন্যান্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরাও সুর মিলান।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ মনিরুজ্জামান তালুকদার প্রধান অতিথীর বক্তব্যে বলেন, নৈতিকতার শিক্ষা পরিবার থেকেই দিতে হবে। চুল বখাটে ষ্টাইলে কাটলে তা প্রশাসনকে কেন দেখতে হবে। বাবা-মায়ের ভূমিকা কি? আমরা যে যার অবস্থান থেকে তৎপর হলে সমাজে বিশৃংখলা কমে আসবে মাদক নির্মূল হবে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুচ আলী বলেন, মাদক ব্যবসায়ীদের ধরার জন্য শ্রীনগর থানা পুলিশ যথেষ্ট তৎপর রয়েছে। অলমপুরের সাগর দেওয়ান হত্যা মামলার আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বাদীর বিরুদ্ধে আদালতে যে মামলা দায়ের করা হয়েছে তা নিয়ে ভয় পাওয়ার কোন কারণ নেই। পুলিশ সঠিক তথ্য দিয়ে প্রতিবেদন দাখিল করবে।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, জেলা পরিষদের সদস্য নুরজাহান বেগম, ইকবাল হোসেন মাষ্টার, ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, মোকলেছুর রহমান, ফিরোজ আল মামুন, মোঃ আজিজুল ইসলাম, সোলায়মান খান, আঃ বারেক খান বারী, মোঃ রতন মিয়া, নেছারউল্লাহ সুজন, আজিম হোসেন খান, মুক্তিযোদ্ধা আঃ লতিফ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মুমুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু হানিফা নোমান, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম, শ্রীনগর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমজাদ হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদের সভাপতি লক্ষন ম-ল সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
Leave a Reply