সিরাজদিখানে যৌতুকের জন্য নববধূকে গামছা দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। বিয়ের ১০ দিনের মাথায় এমন পরিস্থিতিতে পড়তে হয়েছে মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের দক্ষিণ কুসুমপুর গ্রামের সর্মা রানী দাস (১৮) নামের এক তরুণীকে। সিরাজদিখানের শেখরনগর মনিপাড়া গ্রামের রাখাল দাসের বাড়িতে শুক্রবার রাতে ঘটনাটি ঘটে। সর্মা রানী দাস একই উপজেলার কুসুমর গ্রামের কাঠমিস্ত্রি রামা দাসের মেয়ে।
নির্যাতনের শিকার ওই তরুণীর অভিযোগ, তার স্বামী প্রদীপ দাস ও স্বামীর বড় ভাই ভাসুর দিলীপ দাস, জা কবিতা রানী দাসসহ অনেকে তাকে হাতে পায়ে গামছা বেঁধে মারধর করেন। এ সময় ওই পরিবারের কেউ তাকে বাঁচাতে আসেনি। পরে ওই রাতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন।
এলাকাবাসী জানান, ১৫ আগস্ট শেখরনগর মনিপাড়া গ্রামের রাখাল দাসের ছেলে প্রদীপ দাসের সঙ্গে সনাতন হিন্দু ধর্ম আইন অনুযায়ী তার বিয়ে হয়। বিয়ের সময় বরপক্ষ পন হিসেবে ১ লাখ টাকা ও এক ভরি স্বর্ণ দাবি করে। কনের বাবা রামা দাস যৌতুকের এক লাখ টাকা ও এক ভরি স্বর্ণ বিয়ের এক বছর পরে দেবেন বলে জনালে এই বরপক্ষ রাজি হয়ে বিয়ের কাজ সম্পন্ন করেন। কিন্তু বিয়ের ১০ দিন না হতেই যৌতুকের জন্য নববধূ সর্মা দাসকে হাতে পায়ে গামছা বেঁধে নির্যাতন শুরু করেছে।
নববধূ সর্মা দাসের বাবা রামা দাস বলেন, এক বছর পরে এক লাখ টাকা দেয়ার কথা ছিল। আমি অনেক কষ্ট করে মানুষের সাহায্য নিয়ে আমার মেয়েকে বিয়ে দিয়েছি কিন্তু বিয়ের ১০ দিন না যেতেই যৌতুকের জন্য নির্যাতন করে মেরে ফেলতে চেয়েছিল আমি। এর বিচার চাই। সিরাজদিখান থানার এএসআই মাসুম আলী জানান, নির্যাতিত নববধূর বাবা রামা দাস বাদী হয়ে রোববার লিখিত অভিযোগ করেছেন। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
যুগান্তর
Leave a Reply