শ্রীনগরে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল

আরিফ হোসেনঃ শ্রীনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার বীরতারা বাজারে ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথী হিসাবে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ তোফাজ্জল হোসেন।


বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মানিক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ ডালু, শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, জেলা পরিষদের সদস্য নুরজাহান বেগম, উপজেলা আওয়ামী লীগের সমাজকল্যান সম্পাদক আনোয়ার আলী খান, বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি হারুণ অর রশিদ, সাংগঠনিক সম্পাদক হাজী হাবিবুর রহমান বাদল, আইন বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান লস্কর, উপজেলা যুবলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সঞ্জয় গোস্বামী, বীরতারা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এড. দ্বীন ইসলাম, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির শেখ, যুবলীগ নেতা সোহেল রাজ, রেজাউল হাসান রাজু, জাহিদ হোসেন জরিপ, আওয়ামী লীগ নেতা শাহেদ আলী, মোঃ আবুল কাশেম, আঃ হাই মেম্বরা, নগেন চন্দ্র মন্ডল, খোরশেদ আলী প্রমুখ।

Leave a Reply