নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে ১০ কার্টুন নকল বাথরুম ফিটিংস সামগ্রীসহ মো. ইমরান হোসেন (৩০) ও মো. আব্দুল জলিল (৩৮) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে এনায়েত বাজার বাটালী রোড থেকে নগর গোয়েন্দা উত্তর বিভাগ তাদের গ্রেপ্তার করে।
ইমরান হোসেন মুন্সীগঞ্জ জেলার সদর থানার ছৈয়দপুর গ্রামের সরদার বাড়ির আবুল হোসেন সরদারের পুত্র এবং তিনি বাটালী রোডের মেসার্স সরদার এন্টারপ্রাইজের স্বতাধিকার। আব্দুল জলিল একই থানার নলবানিয়াকান্দি গ্রামের ভূইয়া বাড়ির মৃত ইদ্রিস আলী ভূঁইয়ার পুত্র এবং তিনি মেসার্স ভূইয়া ট্রেডার্সের স্বতাধিকার।
নগর গোয়েন্দা উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সুজন মেটালের ১০ কার্টুন নকল বাথরুম ফিটিংস সামগ্রী উদ্ধার করা হয়েছে। এসময় ইমরান হোসেন ও আব্দুল জলিল নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
বিএনএনিউজ২৪.কম/ চট্টগ্রামের খবর/ ফয়সাল
Leave a Reply