গজারিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত দুই, আহত অন্তত ১৭ জন

জসীম উদ্দীন দেওয়ান: ঢাকা-চট্টগ্রাম মহা- সড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে, বাস ও কভার্ডভ্যানের সংঘর্ষে দুই বাসযাত্রী নিহত হয়েছে, এই ঘটনায় আরো অন্তত ১৭ জন আহত হয়েছে। ভরের চর হাই ওয়ে ফাঁড়ির ইনচার্জ কবির হাসান খাঁন জানান, মঙ্গলবার বেলা পৌনে তিনটার দিকে কুমিল্লাগামী যাত্রীবাহী বাস, আনন্দ পরিবহণ ব্রেক ফেল করে কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষ বাধলে ঘটনা স্থলেই দুই জন যাত্রী মারা যায়।







গুরুতর আহত অবস্থায় আরো পাঁচজনকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। আর বাকিদের গজারিয়া স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান তিনি। কবির হোসেন আরো জানান, এখনো নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

Leave a Reply