সিরাজদিখানে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

নাছির উদ্দিন: সিরাজদিখানে বিদেশগামী অভিবাসী কর্মীদের নিয়ে গমনপূর্বক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১ টায় উপজেলার শুলপুরে আইসিটি সেন্টারের উদ্যোগে কারিতাস ঢাকা অঞ্চলের আইএমডিসি প্রকল্পের আয়োজনে এ ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।

লোকাল এডভাইজার কমিটির সভাপতি মি: পিউস দিপক পিরীজ সভাপতিত্বে ও উপজেলা আইএমডিসি প্রকল্পের ফিল্ট মনিটর নরিয়িন চন্দ্র মজুমদারের সঞ্চলনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরো উপস্থিত ছিলেন কারিতাস ঢাকা অঞ্চলের আঞ্চলিক প্রতিনিধি ও প্রকল্প ইনচার্জ মি. জুয়েল পিরিবেরু, লোকাল এডভাইজার কমিটি সদস্য পুষ্প রোজারিও, মুক্ত বিশ^াস প্রমুখ।

নিরাপদ অভিবাসন কি? রেমিটেন্স কি?, রেমিটেন্স এর ব্যবহার , ব্যাংক একাউন্ট খোলা , ব্যাংকের মাধ্যমে লেনদেন ও অভিবাসন প্রক্রিয়া কিভাবে নিরাপদ করা যায় বিভিন্ন ভিডিও ক্লিপ এর মাধ্যমে দেখানো ও বুঝানো হয়। এমসয় ২৫ জন বিদেশগামী অভিবাসী কর্মী ভাইবোনদের গমনপূর্বক ওরিয়েন্টেশন দেয়া হয়।#

Leave a Reply