ঢামেকে ডেঙ্গু আক্রান্ত শিশুর মৃত্যু

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত খাদিজা আকতার (আড়াই বছর) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) বিকালে মুগদা জেনারেল হাসপাতাল থেকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুর চাচা ইব্রাহিম জানান, তাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ সদরে। তবে বর্তমানে তারা ধনিয়া নাছির উদ্দীন রোডে ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকেন। খাদিজার বাবা ইসমাঈল একটি ফ্যান কারখানায় কাজ করেন। খাদিজা তাদের একমাত্র সন্তান ছিল।

ইব্রাহিম আরও বলেন, ‘গত সাত সেপ্টেম্বর থেকে তার জ্বর হয়। পরে তাকে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার ডেঙ্গু শনাক্ত হয়। অবস্থার অবনতি হলে আজ বুধবার বিকালে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, মুগদা জেনারেল হাসপাতালে শিশুদের জন্য আইসিউ নেই। তাই খাদিজাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।

বাংলা ট্রিবিউন

Leave a Reply